নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ ও বিএনপি দলীয় দুই মেয়র প্রার্থীর প্রার্থীতাই বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন-আওয়ামীলীগের মাজেদুল বারী নয়ন (নৌকা) ও বিএনপির ইসাহাক আলী (ধানের শীষ)। মঙ্গলবার প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম দুটি মনোনয়ন পত্রই বৈধ ঘোষণা করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ইছহাক আলী জানান, নির্বাচনে মেয়র পদে দুজনই মনোনয়ন জমা দিয়েছিলেন। এছাড়া কাউন্সিলর পদে ৩৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারী বড়াইগ্রাম পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply