আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুরের মধুখালী উপজেলার তিনটি এবং ফরিদপুরের দু’টি ইটভাটায় অভিযান চালায় “পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত “।
ইটভাটায় এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক এ এইচ এম রাশেদ ও পরিবেশ অধিদপ্তর ঢাকার ম্যাজিষ্ট্রেট মো. সাদেকুর রহমান সবুজ।এ সময় র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কয়েকটি দল সহায়তা করেন।
এ সময়, ফরিদপুরের বিভিন্নস্থানে অবৈধ এবং নিময়নীতির তোয়াক্কা না করে গড়ে উঠা চারটি ইটভাটায় অভিযান পরিচালনা করে সেগুলো গুড়িয়ে দিয়েছে।এছাড়া একটি ভাটাকে জরিমানা করা হয়েছে।
সংশ্লিষ্ট ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, কোনপ্রকার বৈধ কাগজপত্র এবং নিয়মনীতির তোয়াক্কা না করে দীর্ঘদিন যাবত ইটভাটার কার্যক্রম চালানোর অপরাধে ফরিদপুর সদর উপজেলার মেসার্স মন্ডল ব্রিকসে নামক অবৈধ ইট ভাটা গুড়িয়ে দেওয়া হয়। ভাটার চিমনি ও সরঞ্জাম বিকল করা হয়। পরে সদর উপজেলার মেসার্স সাজিদ ব্রিকসে নিয়ম না মেনে কার্যক্রম পরিচালনা করায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
এরপর দুপুর হতে মধুখালী উপজেলার মেসার্স আশরাফ ব্রিকস, এমকে জেডসহ তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে চিমনিসহ সহ সকল সরঞ্জাম ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক এ এইচ এম রাশেদ জানান, ফরিদপুরে যেসব অবৈধ ইটভাটা রয়েছে তা পর্যায়ক্রমে অপসারণ করা হবে।
Leave a Reply