গত মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ০৭টার সময় আলীনগর এলাকা থেকে মোটরসাইকেলের ভাড়া নিয়ে মুসলিম নগর এলাকায় যাচ্ছিল শিক্ষার্থী রাকিবুল হাসান। রাকিবুল পথিমধ্যে পৌঁছালে আলীনগর-মুসলিম নগরের সংযোগস্থলের নির্জন এলাকায় মোটরসাইকেল চলন্ত অবস্থায় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে।
আহত রাকিবুল হাসানের আত্মচিৎকার শুনে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে প্রথমে পানছড়ি উপজেলা হাসপাতাল ও পরে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। অবস্থার অবনতি হলে তাকে তৎক্ষণাৎ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।
আজ বুধবার (২০ জানুয়ারি) রাত ০৩টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি বাংলাদেশ সারাবেলা’কে নিশ্চিত করেছেন পরিবারের স্বজনরা।
তারা জানান, রাত ০৩টার দিকে রাকিবুল হাসান (১৮) চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রাকিবুল হাসানের গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার পানছড়িতে।
এদিকে পানছড়িতে রাকিবুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে।আজ বুধবার (২০ জানুয়ারি) দুপুর ০১টার সময় পানছড়ির স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেয়।
উপজেলার উল্টাছড়ি হোন্ডা চালক কল্যাণ সমিতি ও আলিনগর এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে বিক্ষোভ মিছিলটি পানছড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা স্কয়ারের সামনে এসে মানববন্ধন ও সমাবেশ করে।
এ সময় নিহত রাকিবুল হাসানের স্বজনরা ও উল্টাছড়ি হোন্ডা চালক কল্যাণ সমিতির সদস্যরা সহ এলাকাবাসী রাকিবুল হাসান হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
Leave a Reply