মিরপুরে সিরিজের ১ম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট দলের জয় লাভে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১২২ রানে গুটিয়ে যায় সফররকারি ওয়েস্ট ইন্ডিজ। দীর্ঘসময় পরে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা “সাকিব আল হাসান” ৪ উইকেট, অভিষেক হওয়া হাসান মাহমুদ ৩ উইকেট এবং মুস্তাফিজুর রহমান ২ উইকেট পেয়েছে।
জবাব দিতে নেমে অধিনায়ক তামিন ইকবালের ৪৪ রানের সুবাদে লক্ষ্যে পৌঁছাতে স্বাগতিকদেরকে হারাতে হয় ৪ উইকেট।
এর আগে মিরপুরের শের-এ বাংলা স্টেডিয়ামে টস জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচে ৭ জন ক্রিকেটারের অভিষেক হয়। এরমধ্যে ৬ ক্যারিবীয় ক্রিকেটারের পাশাপাশি টাইগারদের পক্ষে অভিষেক হয় তরুণ পেসার হাসান মাহমুদের।
Leave a Reply