জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেছেন, আবার আগের মতো গুম-খুন, নির্যাতন চালিয়ে দেশে ভীতিকর পরিস্থিতির তৈরী করা হচ্ছে। বাড়িবাড়ি গিয়ে ধরে নেয়া হচ্ছে নেতাকর্মীদের। এই সরকার একটি অবৈধ সরকার। তাদের যা ইচ্ছে- তাই করছে। হামলা-মামলা দিয়ে ভয় ভিত্তি দেখানো হচ্ছে তারপরও ছাত্রদলের নেতাকর্মীরা দমিয়ে রাখা যাবে না।
নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়া জেলা ছাত্রদলের নেতাকর্মীদের বাড়িতে গিয়ে বুধবার বিকেলে স্বজনদের সাথে কথা বলার সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। সেই কারনে আমাদের ছাত্রনেতারা কারাগারে আছে। আমরা তাদের মুক্তি দাবি করছি।
এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি সাজিদ হাসান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন রাজু, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফজলুর রহমান, সেলিম রেজা ডিউক, বগুড়া জেলা ছত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগান, জয়পুরহাট জেল ছাত্রদলের সহ সভাপতি মামুনুর রশীদ জিদ্দা, সদর থানা ছাত্রদলের সদস্য সচিব রিপন হোসেন, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী প্রমুখ।
Leave a Reply