বাগেরহাটের শরনখোলায় ইয়াবাসহ সাখাওয়াত হোসেন (৩৫) নামক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ জানুয়ারি) দুপুর ২ টায় বাগেরহাটের শরনখোলা উপজেলার সদর রায়েন্দা পাঁচরাস্তার মোড় এলাকা থেকে সাত পিস ইয়াবা ট্যাবলেট সহ ঐ ব্যাক্তিকে আটক করে শরনখোলা থানা পুলিশ। এ বিষয়ে শরণখোলা থানার এসআই আমির হোসেন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে অভিযান চালিয়ে উপজেলা সদর রায়েন্দা পাঁচরাস্তার বাংলাবাজার রোড থেকে মোটর সাইকেল সহ সাখাওয়াত হোসেন কে আটক করা হয়। এ সময় ঐ মোটর সাইকেলে তল্লাশী করে কাগজে মোড়ানো সাত পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।এসআই আরো বলেন গ্রেফতারকৃত সাখাওয়াত হোসেন একজন ইয়াবা ব্যবসায়ী। এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, আটক ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে শরণখোলা থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় আরো মামলা রয়েছে।
Leave a Reply