জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেছেন, আবার আগের মতো গুম-খুন, নির্যাতন চালিয়ে দেশে ভীতিকর পরিস্থিতির তৈরা করা হচ্ছে। বাড়িবাড়ি গিয়ে ধরে নেয়া হচ্ছে নেতাকর্মীদের। হামলা-মামলা দিয়ে ভয় ভিত্তি দেখানো হচ্ছে। বিএনপির নেতাকর্মীরা জেল-জুলুমের ভয় পায় না।
নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আব্দুস সাত্তারের বাড়িতে গিয়ে বুধবার বিকেলে স্বজনদের সাথে কথা বলার সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপির দলীয় কর্মসূচিতে এই অবৈধ সরকার ভয় পাই। সেই কারনে হামলা-মামলা দিয়ে ভয় ভিত্তি দেখানো হচ্ছে। জেল-জুলুম, গুলি করে মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। অচিরেই এই হাসিনা সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হবে। মিথ্যা মামলায় কারাগারে আছে আমাদের নেতাকর্মীরা। আমরা তাদের মুক্তি দাবি করছি।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান,জেলা যুবদলের সহ সভাপতি আবু রায়হান উজ্জল প্রধান, প্রচার সম্পাদক মুনজুরে মওলা পলাশ, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মুশফিকুল আলম বুলু, গোলাম রব্বানী প্রমুখ।
Leave a Reply