পাবনা জেলার ঈশ্বরদীতে ১০০ পিস ইয়াবা সহ এক যুবক আটক হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা যায় পাবনা পুলিশ সুপারের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে গতকাল (২৭ জানুয়ারি) জেলা গোয়েন্দা শাখা পাবনার একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে।এ সময় পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন আওতাপাড়া এলাকা থেকে মোঃ সজীব প্রামাণিক (৩৯), (পিতা- মৃত মোজ্জামেল হক মাজু, সাং-আওতাপাড়া, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা) গ্রেফতার করে এবং তার নিকট থেকে ১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেট করে উদ্ধার করে। তার সহযোগী পলাতক আসামী মোঃ মিঠুন মালিথা (৩৫), (পিতা-আতু মালিথা, সাং-চর রুপপুর (বিশুপাড়া), থানা-ঈশ্বরদী জেলা -পাবনা) এর ফেলে যাওয়া ০৫(পাঁচ)গ্রাম হেরোইন ও একটি কালো রং এর freedom Runner-F100-6A মোটরসাইকেল উদ্ধার করেন।এই সংক্রান্তে পাবনা জেলার ঈশ্বরদী থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে।
Leave a Reply