কবিতাঃ বড্ড ভালোবাসি তোমায়
এক মুঠো রেশমি চুড়ি
ছোট কালো একখান টিপের পাতা।
আনবার জন্য কতই না সময় নিয়েছে,
ব্যস্ততার তাড়ায় ভুলে যাওয়া পুরুষ
আবার বলে বড্ড ভালোবাসি।
যদি এমন হতো
হাতে বেলী ফুলের ছোপ
আমার খোপায় বেঁধে
আমার মায়ার সাগরে তাকিয়ে
বলছে, এ যেনো পূর্ণিমার চাদঁ
ঠিক তখনই,
তার বুক সাগরে পতিত হবে
আমারই লজ্জাবতী মস্তক।
ব্যস্ততার তাড়ায় ভুলে যাওয়া পুরুষ
আজ না আনিলেই চলে
বড্ড অভিমানী হবো।
তখন আর বলিলে ও হবে না
বড্ড ভালোবাসি তোমায়।
যদি এমন হতো
হাতে একরাশ গোলাপ ফুলের ছোপ,
নিমজ্জিত চোখে তার,আলোতে ছোয়া
মিষ্টি – মধু কন্ঠে চুপি সারে
অভিমানীর মনে, তার মান ভুলিয়ে
দেওয়ার এক আনন্দ সুর।
ওহ! ব্যস্ততার তাড়ায় ভুলে যাওয়া পুরুষ
আবার বলে বড্ড ভালোবাসি।
লেখকঃ তানজিলা আক্তার লিজা,
ফার্মেসি বিভাগ,
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)
Leave a Reply