টাংগাইলের ভূঞাপুর পৌরসভা নির্বাচনে ১ নং ওয়ার্ডে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত এবং সোমেলা বেগমসহ আরো দু ব্যক্তির হাতের আঙ্গুল ও কব্জি বিচ্ছিন্ন।
৩০ জানুয়ারী (শনিবার) ভূঞাপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বেলা ১১ টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সরেজমিনে পরিদর্শন করে জানা যায়, ‘কাউন্সিলর পদপ্রার্থী পানির বোতল মার্কার আনোয়ার হোসেন সমর্থিত লোকজন জাল ভোট দিতে শুরু করলে বিপক্ষ প্রার্থী উটপাখি মার্কার জাহিদুল ইসলামের সর্মর্থকগণ প্রতিবাদ শুরু করেন।
ধাওয়া পাল্টা ধাওয়ার পর একসময় উট পাখি মার্কার সমর্থকদের কেন্দ্র থেকে বের করে দেয়া হলে দু গ্রুপের মাঝে কথা-কাটাকাটির জের ধরে পানির বোতল মার্কার সমর্থকরা একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।
ঘটনার কিছুক্ষণ পর জাহিদুল ইসলাম সমর্থনকারীদের মধ্যে একজন নারী এবং ১০জন গুরুতর আহত হয়।
তারপর সোমেলা বেগম নামে এক নারী এবং অন্য একজন ভোটারের হাতের কব্জি কাটা যায়। এবং আরো দুইজনের হাতের আঙ্গুল কেটে ফেলে পানির বোতল সমর্থনকারীরা।’
এ ঘটনা সম্পর্কে কুতুবপুর সঃ প্রাঃ বিঃ (১নং ওয়ার্ড) এর প্রিজাইডিং অফিসার শাহীনুল ইসলাম জানান, ‘ দুই পক্ষের সংঘর্ষে সাময়িক ভোটগ্রহণ বন্ধ থাকে। এরপর আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ভোটগ্রহণ করা শুরু হয়।
Leave a Reply