বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (বশেমুরবিপ্রবি প্রেসক্লাব) এর ২০২১-২০২২ সালের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে বার্ষিক নির্বাচন -২০২১ আগামীকাল ২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে।
উক্ত নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ২০২১-২০২২ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করবেন বলে গত ২৯ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
এক ভার্চুয়াল মিটিংয়ে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে এ সিদ্ধান্ত নেন।
মিটিংটি সঞ্চালনা করেন বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানবীর আলম খান এবং সভাপতিত্ব করেন বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তারিক লিটু।
এদিকে বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের নতুন নেতৃত্বের বিষয়ে ইঙ্গিত দিয়ে সভাপতি তারিক লিটু বলেন “আমি প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বড় সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে।”
এ বিষয়ে বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রাজু আহমেদ বলেন “প্রত্যেক সংগঠনের নিজস্ব কিছু নিময় -নীতি আছে। যেগুলো সংগঠন সব সময় মেনে চলে। তেমনই বশেমুরবিপ্রবি প্রেসক্লাব ক্লাব এর নিয়ম – নীতি অনুসারে সৎ, যোগ্য ও পরিশ্রমী প্রার্থীরা নির্বাচিত হবে বলে আশা রাখি।”
প্রেসক্লাবের নতুন নেতৃত্ব পূর্বতন কমিটির মতো সফলতার পথে হাটবে আশা রেখে বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের অনুষ্ঠান বিষয়ক সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সজিবুর রহমান বলেন “গণতান্ত্রিক পন্থার মাধ্যমে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করবে এমন নেতৃত্ব চাই আমরা সবাই। আর নতুন নেতৃত্ব সবাই চাই। আমিও তার বিকল্প নয়। নতুন নেতৃত্ব পেতে মুখিয়ে আছি।”
Leave a Reply