শুরু থেকেই সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পদটি খালি থাকায় অধ্যাপক ড. মোঃ জিয়াউল আহসানকে এই প্রথম বারের মতো প্রক্টর হিসেবে নিয়োগ দিলেন প্রশাসন।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) গবি রেজিস্ট্রার ড. এস তাসাদ্দেক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদেরকে এ তথ্য নিশ্চিত করেন। সেই সাথে তিনি রসায়ন ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
রেজিস্ট্রার স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তির মাধ্যমে দীর্ঘদিনের প্রক্টর খরার অবসান হলো বলে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আপনাকে (ড. মো.জিয়াউল আহসান) গণ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের আওতাভুক্ত রসায়ন ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব করা হলো।’ যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ আদেশ জারি করা হয়, যা পহেলা ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।
উল্লেখ্য , অধ্যাপক ড. মো. জিয়াউল আহসান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে তিনি মাস্টার অব ফিলোসোফি (এম.ফিল.) এবং ডক্টর অব ফিলোসোফি (পি.এইচ.ডি.) ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি দীর্ঘদিন বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত ছিলেন।
Leave a Reply