করোনায় শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে থাকলেও স্বাস্থ্যবিধি মেনে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৯ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১০ ফেব্রুয়ারী) গবিসাস কার্যালয়ে গবিসাস সভাপতি মোঃ রোকনুজ্জামান মনির সভাপতিত্বে কেট কাটার মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা: লায়লা পারভীন বানু।
এ অনুষ্ঠানে উপাচার্য লায়লা পারভীন বানু বলেন, ‘সূচনালগ্ন থেকেই গবিসাস প্রশংসনীয় কাজ করে আসছে। আশা করবো, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রাখতে তোমরা ইতিবাচক ভূমিকা পালন করবে। যেসব নেতিবাচক বিষয় আছে, সেটা প্রথমেই সংবাদ মাধ্যমে প্রকাশ না করে আমাদের সাথে আলোচনা করলে সমাধানের চেষ্টা করবো।’
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ডা: মোতাহার হোসেন মন্ডল, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু, রাজনীতি ও প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. রাহমান চৌধুরী, সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা আক্তার, সিনিয়র জনসংযোগ কর্মকর্তা শারমিন সুলতানা, বক্তৃতা করেন। এছাড়া গবিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আল আজাদ, উপদেষ্টা মোহাম্মদ রনি খাঁ প্রমুখ ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠন হিসেবে ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে গবিসাস। প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সংগঠনটি।
Leave a Reply