করোনা মহামারীর জন্য দীর্ঘ ১১মাস বন্ধ আছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। এই বন্ধের মধ্যেও অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।তবে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থীদের উপযুক্ত ডিভাইস না থাকায় অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে না পারার কারণে শিক্ষার্থীরা যাতে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারে সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) শিক্ষার্থীদের মাঝে সুদ বিহীন লোন (সফট লোন) দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং আবেদন করতে বলা হয়। গত বছরের আগষ্ট মাসে শিক্ষার্থীরা আবেদন করলেও লোন পায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। প্রাথমিক ভাবে ৪৩৮ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয় এবং তাদের মধ্যে আগ্রহীদের চূড়ান্ত ফরম পূরণ করতে বলা হয়। এরই ধারাবাহিকতায় ৪৩৮ জন শিক্ষার্থীর মধ্যে ১১৯জন শিক্ষার্থী চূড়ান্ত ফরম পূরণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেয়। চূড়ান্ত আবেদন করা ১১৯ জন শিক্ষার্থীর মধ্যে ২ জন এর আবেদন ফরম ভুল থাকায় ১১৭ জনকে ইউজিসি কর্তৃক ৮,০০০ টাকা করে সফট লোন দেওয়া হয়। দীর্ঘ ৬ মাস পর এই সফট লোন পেয়ে সকল শিক্ষার্থী অনেক আনন্দিত।
Leave a Reply