ক্যাম্পাসের শৃঙ্খলা ও পরীক্ষার্থীদের নিরাপত্তা রক্ষার্থে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ক্যাম্পাসের শৃঙ্খলা ও অনার্স মাস্টার্স পরীক্ষার্থীদের নিরাপত্তা রক্ষার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আনসার, পুলিশ বাহিনী এবং প্রক্টরিয়াল বডি কাল মাঠে থাকবে। আমরা চেষ্টা করবো কাল যেন কোনো জনসমাগম বা অপ্রীতিকর ঘটনা না হয়।
Leave a Reply