গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরবর্তী ভর্তি পরীক্ষায় ২০% আঞ্চলিক কোটা তথা বৃহত্তর ফরিদপুর অঞ্চলের কোটার প্রস্তাব করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে বিশ্ববিদ্যালয় ভর্তিতে “বৃহত্তর ফরিদপুর” এর জন্য ২০% কোটা বরাদ্দ রাখার বিষয়ে প্রস্তাব করা হয়।তবে প্রস্তাবটি এখনই চূড়ান্ত হয়নি।রিজেন্ট বোর্ডে পাশ হওয়ার পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নিকট ও সরকারের নিকট যাবে এ প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে।
এদিকে দফায় দফায় আন্দোলন করা ইটিই বিভাগে আগামী ভর্তি পরীক্ষায় ভর্তি নেয়া হবে না বলে জানা গিয়েছে।
তবে ইইই বিভাগের সাথে একীভূতকরণ না করে আলাদা ক্লাস নেয়া হবে বলে একাডেমিক কাউন্সিলে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুর রউফ।
এছাড়া অনলাইনে ক্লাস সম্পন্ন করার পর শিক্ষার্থীরা চাইলে বিভাগের সাথে সমন্বয় করে পরীক্ষা নেয়ার ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হয়েছে একাডেমিক কাউন্সিলে।সেক্ষেত্রে হল বন্ধ রেখেই পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। এছাড়া আইসিটি ইন্সটিটিউটের ভর্তি কার্যক্রম পরবর্তীতে চলমান রাখার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়েছে গতকালের একাডেমিক কাউন্সিলে।
এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও অনুমোদনের জন্য আগামীতে রিজেন্ট বোর্ড হয়ে বিষয়গুলো ইউজিসিতে পাঠানো হবে বলে জানা গিয়েছে।
Leave a Reply