বাগেরহাটের শরণখোলায় নিজের স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে একটি সেরেজ গাছ থেকে শাকিল হাওলাদার (২৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাকিল উপজেলার ধানসাগর ইউনিয়নের ছোট নলবুনিয়া গ্রামের আঃ হালিমের পুত্র। এ বিষয়ে নিহত শাকিলের পিতা আঃ হালিম জানান, কিছুদিন যাবৎ শাকিলের সাথে তার স্ত্রী মান-অভিমান চলতে ছিলো এক পর্যায়ে তার স্ত্রী বাবার বাড়ি যায়।ধারনা করা হচ্ছে স্ত্রীর সাথে অভিমান করে বুধবার দিবাগত রাতে সেরেজ গাছের সাথে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। এ বিষয়ে শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ সাইদুর রহমান জানান,এ ব্যপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আত্মহত্যার কারন জানতে খোজ খবর নেয়া হচ্ছে।
Leave a Reply