পটুয়াখালীর দুমকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন’ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার সকল ইউনিয়ন থেকে প্রায় ২শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) শেখ হাসিনা সেনানিবাসের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে দীর্ঘ ৫কিলোমিটার পথ অতিক্রম করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। এতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগী নির্বাচিত হয়। ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে আগেই অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করেন প্রতিযোগীরা। এরপর সেই অ্যাপস এর সহায়তায় তাদের দৌড় প্রতিযোগিতার সময় ও দূরত্ব নির্ধারণ করা হয়। পরে উপজেলা পরিষদের সামনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আল ইমরান, থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান, ক্যাপ্টেন মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম মাসুদ আল মামুন, শ্রীরামপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম ছালাম প্রমুখ। প্রথম পুরস্কার দশ হাজার টাকা মূল্যের বাইসাইকেল প্রদান করা হয়।
Leave a Reply