মোংলায় নানা আয়োজনে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। দিনটি উপলক্ষে ১৭ মার্চ বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন মোংলা উপজেলা পরিষদ ও মোংলা উপজেলা প্রশাসন। শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন,বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার,মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভুমি) নয়ন কুমার রাজবংশী,মোংলা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন,মোংলা বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন। এছারাও মোংলা উপজেলা প্রশাসন,মোংলা পোর্ট পৌরসভা,শিক্ষা প্রতিষ্ঠান,বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজনে পৃথক পৃথক ভাবে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া অনুষ্ঠান সহ নানা আয়োজনে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
Leave a Reply