দেশে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস ব্যাপকহারে বাড়লেও উত্তরের জনপদ সৈয়দপুরে কেউ মানছে না স্বাস্থবিধি ও সামাজিক দূরত্ব।
গোটা শহরের দোকানগুলোতে উপচেপড়া ভীড় দেখা যাচ্ছে।কোন দোকানে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। প্রতিদিন শহরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও জনজীবনে তার কোন প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। শহরে সাড়াদিন ঘুরে দেখা যায়,শতকরা ৫ ভাগ মানুষও মাস্ক ব্যবহার করছে না। সামাজিক দুরত্বের কথা যেন কারোর মনেই নেই। একজন রিক্সাচালকের কাছে মাস্ক না থাকার কারন জানতে চাইলে তিনি বলেন, কেউ যেখানে মাস্ক ব্যবহার করছে না সেখানে আমি ব্যবহার করে কি করবো? তিনি আরও বলেন, মাস্ক ব্যবহার করলে তার নিশ্বাস নিতে সমস্যা হয়। এ বিষয়ে জানতে চাইলে ডাঃ জিকরুল হক রোডের একজন ব্যবসায়ী বলেন,আমরা ক্রেতাদের মাস্ক পরে সামাজিক দুরত্ব মেনে দোকানে কেনাকাটা করার কথা বললেও কেউ আমাদের কথা মানছে না। সৈয়দপুর রেলওয়ে স্টেশন,বাসকাউন্টার, কাপড় মার্কেট,পাঁচমাথা মোড় সহ সব যায়গায় একই চিত্র দেখা যায়। এদিকে জনগনকে সচেতন করতে ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাসিম আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রমিজ আলম নিয়মিত অভিযান পরিচালনা করছেন।পৌরসভার পক্ষথেকে সচেতনতামূলক প্রচার অব্যাহত রয়েছে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রমিজ আলম বলেন,শহরের দোকানগুলোতে নিয়ম না মেনে ব্যবসা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।পাশাপাশি জনগনকে সচেতন করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করবো।
Leave a Reply