গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিহীন ঝড়োহাওয়ায় কৃষকদের অনেক ধানীফসল নষ্ট হয়েছে।
গত ৪ এপ্রিল,২০২১(রবিবার) সন্ধার পর গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিহীন ঝড়োহাওয়ার সৃষ্টি হয়। যা প্রায় দুই ঘন্টার মতো স্থায়ী হয়। যার ফলে এখানকার অনেক কৃষকদের ধানের ব্যাপক ক্ষতি হয়। স্থানীয় এক কৃষকের সঙ্গে কথা বলে জানা যায় ঝড়ের গরম ভাপা বাতাসে অধিকাংশ জমির ধান পুড়ে গেছে। তিনি আরো বলেন ধান মাত্র ফুলে বের হয়েছে এখনও ধানে পরিপক্কতা আসে নাই। এই সময়ে ধানে গরম বাতাস লাগার কারনে ধানের আগাগুলো পুড়ে গেছে। ওই ধানে আর কখনো পরিপক্কতা আসবে না।
কৃষকদের এই সর্বনাশে তাদের মধ্যে হাহাকার বিরাজ করছে। তাঁরা ছুটে যাচ্ছে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সরকারি সহায়তা পাবার আশায়।অনেক ভূমিহীন কৃষক যারা অন্যের ভূমিতে ফসল জন্মায়ে জীবিকা অর্জন করে তাদের কান্নার মাত্রা আরো বেশি।
কৃষকদের সারা বছরের কষ্টের ফসল নষ্ট হয়ে যাওয়ায় করোনা কালীন কৃষকদের এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য কৃষি মন্ত্রণালয় সহ সরকারি কর্মকর্তারা যেনো ইতিবাচক ভূমিকা রাখেন সেই আশ্বাসেই আছেন কৃষকেরা ।
Leave a Reply