গত রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ঝড়ো হাওয়ায় মাথা গোঁজার ঠাঁই এই জরাজীর্ণ ঘরের চালা উপচে পড়ে এখন চরম বিপাকে পরিবারটি।
দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আলাম পেশায় একজন দিনমজুর। একদিকে লক ডাউনের কষাঘাতে তার মধ্যে মাথা গোজার ঠাইটুকু গতকালের ঝড়ো হাওয়ার কবলে। পরিবার পরিজন নিয়ে কি করবেন এ নিয়ে বেশ দুঃচিন্তায় দিনমজুর আলাম। দিনমজুর আলামের স্ত্রী বলেন ” হুনছি শেখ হাসিনা গরীব মানুষেরে বিনামূল্যে ঘর দেতাছে আমরা কি একটা ঘর পাইনা”। আসলে আর কতটা জরাজীর্ণ এবং অসহায় হলে সরকারের গৃহীত গৃহায়ণ কর্মসূচির ” জমি আছে নাই ঘর, ঘর দিবে সরকার ” আওতায় অন্তর্ভুক্ত হবে এ পরিবারটি এমন প্রশ্ন থেকেই যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।।
স্থানীয়, ইউপি সদস্য এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , উপজেলা প্রশাসন এবং দুমকী উপজেলা পরিষদের চেয়ারম্যানের নিকট আবেদন পরিদর্শন সাপেক্ষে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি।
Leave a Reply