শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের পর কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি’র ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।
চলতি মাসের ১২ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশ ত্যাগ করবে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর আগামী মে মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। যা আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।
নিউজিল্যান্ড সিরিজ শেষে গতপরশু দেশে ফিরেছেন ক্রিকেটাররা। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও সদ্য শেষ নিউ জিল্যান্ড সিরিজের পর কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করার কথা ছিল। শ্রীলঙ্কা সিরিজ সামনে থাকায় কেন্দ্রীয় চুক্তির তালিকা পরে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি ।
বিসিবি’র ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেন, “আমরা এই বছরের জন্য চুক্তির তালিকা এখনও ঘোষণা করিনি। শ্রীলঙ্কার বিপক্ষে দুটি সিরিজের পর আমরা ঘোষণা করব। নিউজিল্যান্ড সিরিজের পর এই বিষয় নিয়ে বসতে চেয়েছিলাম, কিন্তু শ্রীলঙ্কা সিরিজটি সামনে থাকায় আমাদের তারিখ পিছিয়ে দিতে হয়েছে।”
Leave a Reply