বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিস্তাররোধে সরকার দেশে ৭ দিনের লকডাউন ঘোষনা করলেও তা মানছে না উত্তরের জনপদ সৈয়দপুরের সাধারন মানুষ।দিন থেকে রাত যে যার মতো চলাফেরা করছে।কেউ মানছে না স্বাস্থবিধি।
সৈয়দপুর শহরের রাস্তাগুলোতে প্রায় সব সময় দীর্ঘ যানজট লেগেই আছে।শহরের ডাঃ জিকরুল হক রোড,বঙ্গবন্ধু রোড,শেরে বাংলা রোডসহ সব রোডেই যানজট। দোকানগুলো তুলনামূলক কম খোলা থাকলেও জনসমাগম অনেক বেড়ে গেছে। বেশ কিছু ব্যবসায়ী দোকানের অর্ধেক ঝাপ খুলে কেনাবেঁচা করছে। দোকান খোলার কারন জানতে চাইলে শামসুল হক রোডের একজন ব্যবসায়ী বলেন, পেট তো আর লকডাউন মানবে না,আমরা ব্যবসা করতে না পারলে না খেয়ে মরবো। এদিকে শহরের পাশাপাশি উপ-শহর গুলোতেও একই চিত্র লক্ষ করা গেছে।
উপজেলার চৌমুহনী বাজার,কামারপুকুর বাজার,হাজারীর হাটসহ সবখানে মানুষ নিজের মতো করে চলাচল করছে। স্থানীয় প্রশাসনের পক্ষথেকে লকডাউন কার্যকর করতে নানা পদক্ষেপ গ্রহন করা হলেও মানুষ সেগুলোর তোয়াক্কাই করছে না।
Leave a Reply