পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ধারালো ছুরির আঘাতে বড় ভাইয়ের রবিউল আলম(৪২)মৃত্যু হয়েছে।রবিউল আলম ঐ এলাকার সারাফত আলীর বড় সন্তান।
(মঙ্গলবার,৬ এপ্রিল) দিবাগত রাতে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিঘী লালগছ এলাকায় এই ঘটনা ঘটেছে। তবে এ ঘটনা কেন্দ্র করে ছোট ভাই ফিরোজ আলম ঘটনাটির পর থেকেই পলাতক রয়েছে।
জানা গেছে,রবিউল আলমের ছোট ভাই ফিরোজ আলমের সাথে রাতে দেখা করতে গেলে জমি সংক্রান্ত বিষয়ে জরিয়ে পড়েন,এক প্রকার কথা কাটাকাটি হলে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে বড় ভাইয়ের শরীরে আঘাত করলে শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়। তবে,ফিরোজ আলম বাজার থেকে কয়েক দিন আগে ধারালো অস্ত্র বাসায় নিয়ে রাখেন পরিবারের সদস্যরা এ ধারণা করছেন।
ঐ ঘটনাটির পরপরই পরিবারের সদস্যরা রবিউল আলমকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলেই কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্য ঘোষণা করেন।
চিকিৎসক জানায়, অস্ত্রের আঘাতে মাথা, ঘাড় সহ হাতে গভীর ক্ষত হয় এবং শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ফিরোজ আলম পলাতক রয়েছেন।তাকে আটকের চেষ্টা চলছে।
Leave a Reply