ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৯ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে মসলিম ওরফে কোঠলা ( ৪০ ) নামে এক ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । মসলিম ওরফে কোঠলা উপজেলার তােররা কইঝালা গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে । পুলিশ সুত্রমতে জানা গেছে , মসলিম ওরফে কোঠলা সেচ মালিক মনির উদ্দিনের পাম্প দিয়ে পাশের বিলে ইরি ক্ষেতে পানি নিতে যায় । মসলিম এক হাত দিয়ে টিউবওয়েল আর অন্য হাত দিয়ে সুইচে চাপ দিতেই তৎক্ষণাৎ বৈদ্যুতিক শক লেগে মাটিতে পড়ে সাথে সাথেই মারা যায় । ১০ এপ্রিল শনিবার সকালবেলা বাড়িতে না আসায় তার স্ত্রী নুরজাহান পাম্পের ঘরে গিয়ে দেখে মসলিম মরে পড়ে আছে ।চিৎকার শুনে আশেপাশের লােকজন ছুটে এসে লাশ উদ্ধার করে । মসলিম দুই ছেলে ও দুই কন্যার পিতা ছিল । এ ব্যাপারে হরিপুর থানার অফিসার ইনচার্জ এস এম আরঙ্গজেব বলেন , আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি , সেচ পাম্পের বৈদ্যুতিক শক লেগে মৃত্যু হয়েছে । এব্যাপারে হরিপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে ।
Leave a Reply