প্রিয়তমার অপেক্ষা
সদা উত্তেজিত থাকা সমুদ্রে আজ ঢেউ নেই,আছে নীরব কান্না,
মেঘাচ্ছন্ন আকাশটা আজ খুব পরিষ্কার আকাশে তারার বন্যা।
দক্ষিণের এই মৃদু হাওয়া ছুয়ে যাচ্ছে মন
নদীর তীরে একলা বসে ভাবছি অনেকক্ষণ।
কি যেন এক শূন্যতা শুধু উঁকি দিচ্ছে আমায়,
আজও আমি বসে আছি আমার প্রিয়তমার অপেক্ষায়।
হয়তোবা এই অপেক্ষার প্রহর একদিন শেষ হয়ে যাবে,
তখন আমার এই আবেগময় সময় পাল্টে ব্যস্ত জীবন হবে।
নারীকেল গাছের নীচে বসে ঝিঝি পোকার ডাক শোনাও হয়,
বনের মধ্যে শিয়ালের ডাকে মনে লেগে ওঠে ভয়।
তবুও আমি গুনি প্রহর একটি সময় যেন ফিরে আয়,
এখনও আমি বসে আছি আমার প্রিয়তমার অপেক্ষায়।
লেখকঃ এম. নেছার খান
Leave a Reply