মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ও সচেতনতা তৈরি করতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপির নির্দেশনায় কুমিল্লা নগরীর ২৭ নং ওয়ার্ডে আ.লীগের মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ও সচেতনতা তৈরি করতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি’র উদ্যেগে নগরীর চৌয়ারা এলাকায় মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে মহানগর ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ ,অঙ্গ ও সহযোগী সংগঠনের সহযোগিতায় এ মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত।
মাস্ক বিতরণ কার্যক্রমে এসময় উপস্থিত ছিলেন ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল হোসেন মজুমদার দুলাল মাষ্টার, আওয়ামী লীগ নেতা নূর আহম্মেদ মজুমদার,আবদুল মালেক মেম্বার,ফরিদ উদ্দিন মজুমদার, আবুল খায়ের মাষ্টার,তোফায়েল হোসেন মজুমদার, হাজী আনু মিয়া, এরশাদুল রহমান,ওয়ার্ড যুবলীগের আহবায়ক আবদুল মান্নান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ হোসাইন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোরশেদ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক হাবিব খান, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন,সাংগঠনিক সম্পাদক জয়নাল হোসেন, চৌয়ারা কলেজ ছাত্রলীগের সভাপতি জিসান মজুমদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান। জরুরী প্রয়োজনে ঘরের বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন।
উল্লেখ্য, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি করোনা মোকাবেলায় নানা উদ্যেগ গ্রহণ করেছেন।মহানগরীর ওয়ার্ডে ওয়ার্ডে বিতরণ করা হচ্ছে মাস্কসহ সুরক্ষা সামগ্রী।তারই অংশ হিসেবে সোমবার সকালে নগরীর ২৭ নং ওয়ার্ডে মাস্ক বিতরণ করা হয়।
Leave a Reply