নাটোরের বড়াইগ্রামে তুচ্ছ ঘটনায় মনিরুল ইসলাম (৩৫) নামে এক ট্রাক চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় উপজেলার ধানাইদহ বাজারে এ ঘটনা ঘটে। মনিরুল উপজেলার ধানাইদহ গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন মনিরুল জানান, রোববার বিকালে তিনি ধানাইদহ বাজারের একটি স্টলে চা খাচ্ছিলেন। এ সময় একই গ্রামের আব্দুর রহমানের ছেলে রাকিব হোসেনের (৩৬) সাথে তুচ্ছ বিষয় নিয়ে তার তর্কবিতর্ক হয়। এরপর তিনি বাড়ি চলে গিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পুনরায় বাজারে আসেন। এ সময় রাকিবসহ কয়েকজন যুবক পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়া মনিরুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply