দুমকী উপজেলায় মুরাদিয়া ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে দক্ষিন মুরাদিয়া সিকদার বাড়ির রিয়াজুল ইসলাম সিকদার (২৭) এর ঘর গত রাতে চুরি হয়েছে নগত টাকা স্বর্ণ অলংকার মোবাইল ফোন সহ প্রায় চার লাক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।
মুরাদিয়ায় প্রতি বছর একের পর এক চুরি হয়ে আসছে, চুরির সঠিক তদন্ত না হওয়ায় বার বার চুরি হচ্ছে। চুরির সঠিক তদন্ত এবং বিচার কারার দায়িত্ব এলাকার মেম্বার চেয়ারম্যানদের তারা থানা পুলিশ নিয়ে সঠিক তদন্ত করলে মনে হয় বার বার এই রকম চুরি করতে সাহস পেতো না চোরেরা ।
চুরির ঘটনায় ইতিমধ্যে দুমকি থানায় সাধারণ ডাইরি করা হয়েছে।
Leave a Reply