নাটোরের বড়াইগ্রামের মৌখাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে দুটি তেল ও এলপিজি গ্যাস সিলিন্ডারের দোকান এবং একটি ওয়ার্কশপ পুড়ে গেছে। মঙ্গলবার বিকাল চারটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়ন, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম ও বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে সঠিক তথ্য পাওয়া সম্ভভ হয়নি।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে আকস্মিকভাবে মৌখাড়া হাটের জয়নাল আবেদীনের তেল ও সিলিন্ডার ডিপো সুজন এন্টারপ্রাইজে আগুন লাগে। পরে দ্রুত তা পাশের আল মামুনের তেলের ডিপো মামুন এন্টার প্রাইজ ও শাহ মখদুম এন্টারপ্রাইজ নামের অপর একটি ওয়ার্কশপে ছড়িয়ে পড়ে। এ সময় একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় দ্রুত আগুনের তীব্রতা বাড়তে থাকে। এছাড়াও ডিপো দুটিতে কয়েকশ’ গ্যাস সিলিন্ডার ছাড়াও বিপুল পরিমাণ পেট্রোল, ডিজেল ও কেরোসিন থাকায় আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। পরে খবর পেয়ে নাটোর, বনপাড়া ও গুরুদাসপুর থেকে ফায়ার সার্ভিসের তিনটি টিম প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
Leave a Reply