সিলেটের সালুটিকর বাজারের পূর্ব পাশে, আঙারজুর গ্রামের ও দামালি বিলের পানি নিষ্কাশনের একটাই খাল। বর্ষাকালে এই খাল দিয়ে নৌকা চলাচল করে। অত্র ভূমি বি.এস ১৬২ নং জে.এল.এ সালুটিকর মৌজার ১নং খাস খতিয়ানের ৭৮৭নং দাগে খাল হিসাবে একক ভূমি বাংলাদেশ সরকার এর পক্ষে জেলা প্রশাসক সিলেট এর নামে চূড়ান্তু।কিন্তু খাল খাল ভরাট করে অবৈধ ভাবে আমির উদ্দিন পিতাঃআব্দুল মুতলিব, দোকান ও দালান কোঠা নির্মাণ করেন। গ্রামবাসি অবৈধ স্থাপনা নির্মাণে বাধা দিলে মোঃ আমির আলি গ্রামবাসির উপরে একের পর এক মামলা করেন। গ্রামবাসি লিখিত অভিযোগ করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার, ভূমি সহকারী কর্মকর্তা, গোয়াইনঘাট ওসি, গোয়াইনঘাট সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্র ও ভূমি অফিসে অভিযোগ করেন।কিন্তু এখনও মোঃ আমির উদ্দিনের অবৈধ স্থাপনা বিদ্যমান আছে বলে জানা গেছে ।
Leave a Reply