তারা বাড়ি বাড়ি গিয়ে মাছ বিক্রি করে, এই লকডাউনে নির্বিঘ্নে মাছ বিক্রি করতে কিছু ভ্রাম্যমাণ মাছ বিক্রেতার মাঝে প্রত্যায়ন পত্র প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এসব প্রত্যায়ন পত্র প্রদান করেন লালমনিরহাট সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকতা মোঃ মাহদুল নবী মিঠু। এসময় আরো উপস্থিত ছিলেন, কৃষি উপজেলা অফিসার মারুফা ইফতেখার সিদ্দিকা, লালমনিরহাট সদর থানা পুলিশ। এসময় তারা বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা যেন এই লক ডাউনে কেউ কোন ধরনের হয়রানি শিকার না হয়ে নির্বিঘ্নে তাদের সেবা প্রদান করতে পারে তারই ধারাবাহিকতায় তাদের মাঝে এই প্রত্যায়ন পত্র প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ মাছ ব্যবসায়ীরা এই করোনা কালীন লকডাউনে মাছ বিক্রির প্রত্যায়ন পত্র পেয়ে অনেক আনন্দিত।
Leave a Reply