আগামীকাল (২১ এপ্রিল) বুধবার শুরু হচ্ছে শ্রীলংকা ও বাংলাদেশের’ মধ্যেকার প্রথম টেস্ট। ক্যান্ডি’র পাল্লেকেলে স্টেডিয়ামে প্রথমবার টেস্ট খেলতে নামার অপেক্ষায় বাংলাদেশ দল । আর তার একদিন আগেই প্রথম টেস্টের জন্যে চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগের সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া পেসার শরিফুল ইসলাম প্রথমবারের মত ডাক পেয়েছেন টেষ্ট স্কোয়াডে। এছাড়া স্কোয়াডে আছেন দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। ১৫ জনের স্কোয়াডে জায়গা পেয়েছেন চারজন পেসার । আবু জায়েদ চৌধুরী রাহি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।
এই সিরিজে বাংলাদেশকে কিছুটা আত্মবিশ্বাস দিতে পারে ২০১৭ সালের স্মৃতি। নিজেদের শততম টেস্টে লঙ্কানদের তাদের মাটিতেই হারিয়েছিল বাংলাদেশ দল। বিগত পাঁচ বছরে দেশের বাইরে বাংলাদেশের এটিই একমাত্র টেস্ট জয়। যদিও সেই টেস্ট জয়ে বড় ভূমিকা রাখা সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমাম ও মোসাদ্দেক হোসেনের মধ্যে কেউই নেই এ সফরে।
প্রথম টেস্টের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াডঃ
মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম অনিক, আবু জায়েদ চৌধুরী রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, শরিফুল ইসলাম।
Leave a Reply