কেন্দ্রীয় ছাত্রলীগের আহবানে সারা দিয়ে কৃষকের পাকা ধান কেটে দিলো গোপালগঞ্জ কোটালিপাড়ার ছেলে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগ কর্মী অভিষেক মল্লিকের নেতৃত্বাধীন স্থানীয় ছাত্রলীগ।
করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবে শ্রমিক না পেয়ে বিপর্যয় পড়ে যায় কৃষক এই সংবাদ শুনে গতকাল ২১ এপ্রিল রোজ বুধবার উক্ত কর্মসূচি সম্পন্ন করেন ছাত্রলীগ। কবি নজরুল সরকারি কলেজ এর ছাত্রলীগ কর্মী অভিষেক মল্লিক বলেন, মানুষের জন্য মানবতা, বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি প্রিয় নেতা আল নাহিয়ান খান জয় ভাইয়ের আহবানে সারা দিয়ে এবং কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের ছাত্রনেতা মোঃ মাইনুল খান এর নির্দেশনা অনুযায়ী স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের সহযোগিতায় আমরা গোপালগঞ্জ-কোটালীপাড়া লখন্ডা গ্রামের দরিদ্র কৃষক শচীন্দ্র নাথ মল্লিক এর ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি। যখন তার জমির ধান কেটে বাড়িতে এনে দিলাম তার মুখের হাসি আমাদের অন্যরকম আনন্দ দিয়েছে। বিশ্ব মহামারি করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবে পিছিয়ে পড়া কৃষকদের পাশে সবসময় ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন এবং ভবিষ্যতে ও থাকবেন। দূর্যোগ বা মহামারিতে মানব ধর্ম জেগে উচু।
Leave a Reply