পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়ন ফুটকি বাড়ী এলাকার বানিয়াপাড়া গ্ৰামের হাসান আলী (৩০) নামে এক যুবকের পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয়েছে।
(রবিবার,২৫ এপ্রিল) সকাল ছয়টার দিকে পুকুরের পানি থেকে ওই যুবকের মৃতদেহটি উদ্ধার করেছেন। হাসান আলী পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের বানিয়াপাড়া গ্ৰামের নজিবউদ্দিনের ছেলে।পেশায় একজন মাছ ব্যবসায়ী।
জানা যায়, হাসান আলী (শনিবার,২৪ এপ্রিল) তার স্ত্রী শারমিন আক্তারকে জোর করে বাড়ির পাশে পুকুরে যায় এবং হাসান আলী স্ত্রী সহ পুকুরে নামেন কয়েক মিনিট পরে শারমিন আক্তার পুকুর থেকে উঠে আসলে হাসান আলী পুকুর থেকে উঠে আসেননি।একপর্যায়ে স্ত্রী শারমিন আক্তার বাড়ির লোকজনদের ডাকেন ও প্রতিবেশীদের জানান।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে রাত ১২টার দিকে আসেন ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ চালায় এবং পঞ্চগড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় হাসান আলীকে উদ্ধার করতে পারেননি।
পরে স্থানীয়রা চারটি মেশিন বসায় এবং আস্তে আস্তে পুকুরের পানি কমতে থাকলে সকাল ছয়টার দিকে তাকে উদ্ধার করতে সক্ষম হয়।
Leave a Reply