করোনা পরিস্থিতিতে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী উপহার অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়।
আজ ( বৃহষ্পতিবার,২৯ এপ্রিল) পঞ্চগড় জেলায় করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
এসময় ৫০টি দুঃস্থ ও অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন প্রধান অতিথি রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এম.পি।এ সময় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী, বোদা পৌর মেয়র ওয়াহিদুজ্জামান সুজা, ময়দানদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারসহ আওয়ামীলীগ নেতা কর্মীরা।
Leave a Reply