আজ দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে হায়দরাবাদকে ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে মুস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। ফলে রাজস্থান আগে ব্যাট করে নিধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করে।
অথচ গতকাল নিজের পরিকল্পনায় পরিবর্তন এনে ডেভিড ওয়ার্নারকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দায়িত্ব দেয়া হয়েছিল কেইন উইলিয়ামসনকে। তবে অধিনায়কত বদল হলেও ভাগ্যের পরিবর্তন হয়নি হায়াদ্রাবাদের। চলতি টুর্নামেন্টে এ পযন্ত সাত ম্যাচ খেলে হেরেছে ছয়টি ম্যাচ। রয়েছেন পয়েন্ট টেবিলের একদম নিচে৷ রাজস্থানের এইটি টুর্নামেন্টের তৃতীয় জয়। তারাও খেলেছেন সাতটি ম্যাচ।
অন্য দিকে টসে হেরে আগে ব্যাটিং পাওয়ার পর ইংলিশ ক্রিকেটার জশ বাটলারের বিধ্বংসী ইনিংসের উপর ভর করে বড় স্কোর করে রাজস্থান। বাটলার শেষ পযন্ত অপরাজিত ৬৪ বলে ১২৪ রান করেন। এছাড়া দলীয় অধিনায়ক সাঞ্জু স্যামসন ৩৩ বলে ৪৮ রান করে আউট হন।
২২১ রানে বিশাল টার্গেটে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার জনি বিয়ারস্টো ও মানিশ পান্ডেকে ছাড়া কেউই সুবিধা করতে পারেননি। ২০ বলে ৩১ রান করে মুস্তাফিজুর রহমানের বলে বোল্ড আউট হয়ে ফিরেন পান্ডে। অন্য ওপেনার জনি ফিরেন ২১
বলে ৩০ রান করে রুহুল তিজয়াতিয়ার বলে। এছাড়া হায়াদ্রাবাদের ইনিংস উল্লেখযোগ্য রান করে নতুন অধিনায়ক কেইন উইলিয়ামসন। তিনি ২১ বলে ২০ রান করে আউট হয়ে ফিরলে ম্যাচ থেকে ছিটকে যায় হায়দরাবাদ। পরে আর ঘুরে দাড়াতে পারেনি কেইন উইলিয়ামসনের দল। পরবর্তীতে ২০ ওভার ব্যাট করে ১৬৫ রান করতে সক্ষম হয় হায়দরাবাদ। ফলে ৫৫ রানের বড় হার দলটির।
এদিকে আজ দারুণ বোলিং করেছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএলে ২০১৮ সালে সর্বশেষ তিন উইকেট পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। প্রতিপক্ষ ছিল হায়দ্রাবাদ। আজ আবারও তিন উইকেট পেয়েছেন তিনি। প্রতিপক্ষ সেই হায়দরাবাদ-ই। আজ চার ওভার বলে ২০ রানে শিকার করেছেন তিনটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
রাজস্থান রয়্যালস : ২২০/৩ (২০ ওভার)
বাটলার ১২৪, সাঞ্জু ৪৮
রশিদ ২৪/১, বিজয় ৪২/১
সানরাইজার্স হায়দরাবাদ : ১৬৫/৮ (২০ ওভার)
মনিশ ৩১, বেয়ারস্টো ৩০
মুস্তাফিজ ২০/৩, মরিস ২৯/৩
ফল : রাজস্থান রয়্যালস ৫৫ রানে জয়ী
Leave a Reply