নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা ভিজিএফ এর নগদ অর্থ বিতরন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে বড়াইগ্রাম পৌর মিলনায়তনে ৮ নং ওয়ার্ডের সুবিধাভোগীদের মাঝে নগদ অর্থের খাম হাতে তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন- নাটোর ৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস এমপি।
এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস মিয়াজি। বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়ন, নাটোর জেলা পরিষদের সদস্য আঃ কালাম জোয়ার্দার, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুব-উল-হক বাচ্চু, পৌর সচিব জালাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের প্রচার প্রকাশনা সম্পাদক আঃ বারেক এবং বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক সহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ।
উল্লেখ্য, পর্যায়ক্রমে (১০,১১,১২ ই মে) পৌরসভার নয়টি ওয়ার্ডের ৩০৮১ জন সুভিধা ভোগীদের মাঝে নগদ ৪৫০ টাকা করে বিতরণ করা হবে।
Leave a Reply