খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চালিয়ে ৪৫০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করেছে যৌথবাহিনী।
আটককৃত দু’জনের একজন উক্যজাই মারমা (২২)। সে রামগড় উপজেলার কালাপানি তবলা পাড়া এলাকার অংথোয়াউ মারমার ছেলে ও অপরজন মংক্যাচিং মারমা (২৩)।সেও রামগড় চৌধুরী পাড়া এলাকার রেম্রা মারমার ছেলে।
পুলিশ ও নিরাপত্তা বাহিনী সূত্র জানা গেছে, সকাল আনুমানিক ১১টার দিকে গুইমারা উপজেলার হাফছড়ির আকবরের দোকান এলাকায় গাঁজা বিক্রির জন্য দুজন লোক অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের গুইমারা সাব জোন অধিনায়ক মেজর জাহিদুন্নবী চৌধুরীর নেতৃতে যৌথ বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে ৪৫০ গ্রাম গাজাসহ উক্যজাই মারমা ও মংক্যাচিং মারমা’কে আটক করে।
এ ঘটনায় আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুইমারা থানায় মামলা হয়েছে।
Leave a Reply