নাটোরের বড়াইগ্রামে বিলে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সবের আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার আহম্মেদপুর বিলে এ ঘটনা ঘটে। নিহত সবের আলী উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কেঁচোয়াকোড়া টলটলি পাড়া গ্রামের বাহার আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল জানান, সবের আলী মঙ্গলবার সকালে আহম্মেদপুর বিলে ধান কাটতে যান। এ সময় হাল্কা বৃষ্টি চলাকালে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply