সম্প্রতি দৈনিক প্রথম আলাের জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রােজিনা ইসলামকে পাঁচ ঘণ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে আটকে রেখে হেনস্তা ও হাসপাতালে না নিয়ে শাহবাগ থানায় হস্তান্তর এবং মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) প্রেসক্লাব।
মঙ্গলবার (১৮ মে) দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি হাবিবুল্লাহ বেলালি ও সাধারণ সম্পাদক বায়েজিদ হাসান উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এতে বলা হয়, অবিলম্বে রােজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হেনস্তাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, দেশে প্রতিনিয়ত সাংবাদিকদের লাঞ্চিত, হুমকি ও মারধরসহ নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। এতে দিন দিন সাংবাদিক এবং গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হচ্ছে। সাংবাদিকদের ওপর এমন অত্যাচার কোনােভাবেই কাম্য নয়। দ্রুত রােজিনা ইসলামকে মুক্তি না দিলে সাংবাদিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
প্রসঙ্গত, সোমবার (১৭ মে) বিকাল ৩ ঘটিকায় সাংবাদিক রােজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রণালয়ে গেলে তথ্য চুরির অভিযােগে সেখানকার কর্মীরা তাকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আটকে রাখার পর রাত সাড়ে আট ঘটিকায় শাহবাগ থানায় পুলিশের কাছে হস্তান্তর করে এবং উদ্দেশ্য প্রণােদিতভাবে মামলা দেওয়া হয়। অনুসন্ধানী সাংবাদিকতায় রােজিনা ইসলামের জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম ও দুর্নীতি নিয়ে বেশ কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন করায় বেশ আলােচিত হয়েছেন তিনি।
Leave a Reply