অবিলম্বে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবীতে বাগেরহাটের শরনখোলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। বুধবার (১৯ মে) সকাল ১০টায় শরনখোলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, শরণখোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল দাস, শেখ মোহাম্মদ আলী, আসাদুজ্জামান মিলন, সাংবাদিক মনিরুজ্জামান আকন, সাবেরা ঝর্ণা, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য জিয়াউল হাসান তেনজিন প্রমুখ। এ সময় বক্তারা অবিলম্বে প্রথম আলোর জৈষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশার্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানান। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করে।
Leave a Reply