প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য সচিবালায় আটকে রেখে নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে পটুয়াখালী দুমকীতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।বুধবার (১৯ মে) সকাল ১১ টায় প্রেসক্লাব দুমকীর উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব দুমকীর সভাপতি অধ্যক্ষ জসীম উদ্দীন সুমনের সভাপতিত্বে ও প্রেসক্লাব দুমকীর সাধারন সম্পাদক মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক হারুন-অর রশিদ,এম আমির হোসাইন,কামাল হোসেন,আরিফ হোসেন,দেলোয়ার হোসেন,মোঃ মজিদ খাঁন, আনিসুর রহমান ,সৈয়দ আতিকুল ইসলাম,সাইফুল ইসলাম,শহিদুল ইসলাম,সংকর মিত্র,এবাদুল হক,সুমন মৃধা,মনির হোসেন প্রমুখ।
এসময় বক্তারা রোজিনার মুক্তি ও হামলার সাথে জড়িতদের আইনের অওতায় আনার জোড় দাবি জানান। অন্যথায় সাংবাদিকরা ঐক্যবদ্ধ ভাবে নির্যাতন কারীদের প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন।
Leave a Reply