বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দুমকী উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রেসক্লাব দুমকীর সামনের মহাসড়কে বিএমএসএফ সভাপতি আমির হোসেন এর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, পটুয়াখালী জেলার সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ হারুন অর রশিদ, বক্তব্য রাখেন বিএমএসএফ দুমকীর সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, তথ্য ও যোগাযোগ সম্পাদক স্বপন কুমার দাস, অর্থ সম্পাদক শংকর চন্দ্র মিত্র ও সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন জুয়েল প্রমূখ।
এ সময় বিএমএসএফ দুমকীর সকল সাংবাদিকগন উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তাগন অনতিবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করেন পাশাপাশি স্বাস্হ্য মন্ত্রণালয়ের দূর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
Leave a Reply