পিরোজপুর জেলার কাউখালীতে ঘূর্ণিঝড় ইয়াসে’র প্রভাবে পানিবন্দি হয়ে পড়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন কাউখালী উপজেলা প্রশাসন। নদীবেষ্টিত এই উপজেলার নদী তীরবর্তী গ্রামগুলো অধিকাংশ বন্যার প্রভাবে রাস্তাঘাট ডুবে গিয়ে বাড়িঘরসহ দোকানে পানি ঢুকে পড়েছে।
যার ফলে পাকের ঘরে রান্না করতে না পারায় অনেকেই বিপাকে পড়েছেন এমনকি অনেকের ভাগ্যে আজ রান্না করা খাবার জোটেনি। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সমস্ত এলাকার বন্যা কবলিত মানুষের মাঝে শুকনো খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোসা খালেদা খাতুন রেখা
উপজেলার সাপলেজা,ফলইবুনিয়া, শিয়ালকাঠী, বেকুটিয়া, বাদামতলা, বিড়ালজুরি, চরবাসুরি, সুবিদপুর, চিরাপাড়া, আমড়াজুড়ি, আসোয়া, গন্ধর্ব, মেঘপাল, সোনাকুড়, হরিনধরা মাগুরাসহ নদী তীরবর্তী অধিকাংশ গ্রামের ঘরবাড়ি পানিতে ডুবে গেছে অভ্যন্তরীণ মাটির রাস্তাগুলো ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা জানান, উপজেলার পাঁচটি ইউনিয়নে বন্যায় কমবেশি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মাঝে আজ শুকনো খাবার হিসেবে আটশত প্যাকেট খাদ্য বিতরণ করা হয়েছে। বাকি ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে সর্বত্র ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে।
এছাড়া সহকারী কমিশনার ভূমি জান্নাত আরা তিথি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে নির্বাহী কর্মকর্তা নিজেই বন্যাদুর্গত এলাকাগুলো পরিদর্শন করেন এবং বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
Leave a Reply