জালালাবাদ থানাধীন দীঘিরপাড় ঈদগাহ এলাকা থেকে পুলিশ আল আমিনকে (৩৬) গ্রেফতার করেছে। এসময় পুলিশ তার কাছ থেকে ৯ পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা নং-৪ দায়ের করে। এরআগে বুধবার (২ জুন) গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত আল আমিন জালালাবাদ থানাধীন সোনাতলা গ্রামের সাদিপুর গ্রামের আব্দুল আলী।
বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানার ওসি তদন্ত আবু খালেদ মামুন। তিনি বলেন, গোপন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৯পিস ইয়াবাসহ আল আমিনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা হয়েছে।
Leave a Reply