নাটোরের বড়াইগ্রামে শনিবার দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জল কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ফাল্গুনী হক। খামারীদের মধ্যে মনিরুজ্জামান ও তানজিরা খাতুন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ওয়াসেক আলী সোনার, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক, যুগ্ন সম্পাদক মোহাম্মদ আলী গাজী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা সেরা খামারীদের হাতে সনদ ও পুরষ্কার হিসাবে চেক তুলে দেন। প্রদর্শনীতে মোট ৩৪ টি স্টল অংশ গ্রহণ করে।
Leave a Reply