পটুয়াখালীর দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সাধারন ভোটারদের নিয়ে একটি জরিপ শুরু করেন বাংলাদেশ সারাবেলা এর পটুয়াখালী জেলা প্রতিনিধি সিফাত হোসেন। জনমত জরিপে দেখা গেছে,মুরাদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামীলিগের মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী, মুরাদিয়া ইউনিয়ন এর সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যানমিজানুর রহমান শিকদার জনমত জরিপে অন্যান প্রার্থীদের তুলনায় অনেক এগিয়ে।
মুরাদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান শিকদার ভোটারদের বলেন “তাদের ভালো মন্দে বিগত দিনে যেভাবে পাশে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে ও থাকবো। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী ২১জুন ২০২১ নৌকা মার্কায় ভোট দিন। আপনাদের সেবা করার সুযোগ করে দিন।”
তিনি আরো বলেন- আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠন ও কলবাড়ি, ভক্তবাড়ি,মজুমদারবাড়ি, পঞ্চায়েত বাজার, আমির হোসেন রাস্তার মাথা, কদমতলা, বোর্ড অফিস বাজার, সন্তোষদী, তুলাতলা, চরগরবদী, কাবিলআলা সহ সর্বস্তরের (হিন্দু,মুসলিম) মানুষের প্রতি অনুরোধ থাকবে আগামী ২১ তারিখ আপনারা আপনাদের পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করে নৌকাকে জয়যুক্ত করবেন।
মোঃ মিজানুর রহমান শিকদার আরো বলেন, আমরা চাই, আমাদের দেশের মানুষ সুখী সমৃদ্ধশালী হয়ে জীবন যাপন করবে। বিশ্বসভায় মাথা উঁচু করে চলবে। মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে আমরা যে সম্মান পেয়েছিলাম, পঁচাত্তরে জাতির পিতাকে হত্যা করে সে সম্মান হারিয়ে গিয়েছিল। আজকে আবার আমরা দেশের উন্নয়নের মধ্য দিয়ে আবার বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে সম্মান আমরা ফিরে পেয়েছি। সেই সম্মান ধরে রাখতে হবে। তাই আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দেন।
Leave a Reply