আজ বুধবার ( ১৬ জুন ) শুরু হয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা। তবে সশরীরে পরীক্ষায় স্বাস্থ্যবিধি উপেক্ষিত ছিলো বলে অভিযোগ তুলে ফেসবুক স্ট্যাটাস দেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো: আব্দুল আলীম।
তিনি ফেসবুক স্ট্যাটাসে চরম স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা করে লিখেন,” শঙ্কার মধ্যে আজ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মধ্যে অন্তত আটজন রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে পরীক্ষা দিতে এসেছিলো। জানিনা তারা কেউ করোনা কে সঙ্গে নিয়ে এসেছিলো কি না? বিশ্ববিদ্যালয় করোনা প্রতিরোধের কোনো সামগ্রী সরবরাহ করেনি। গেটে বা ক্যাম্পাসে কোনো সতর্কতা বা সচেতনতামূলক পদক্ষেপ চোখে পড়েনি। গেটে তাপমাত্রা মাপার ব্যবস্থা করা হয়নি। ”
এছাড়াও তিনি উল্লেখ করেন , ” আমরা শিক্ষক-শিক্ষার্থীদের জীবন নিয়ে চিন্তিত নেই, আছি ক্যাম্পাসের উন্নয়ন নিয়ে। উন্নয়নের ঠেলায় ক্যাম্পাস আজ এতোটাই অপরিচ্ছন্ন যে একটু বৃষ্টি নামায় একাডেমিক ভবন থেকে মেইন গেটে আসতে কাদা-ময়লার দাপটে গলদঘর্ম হতে হয়েছে। তবে গরম খবর হলো উপাচার্য ক্যাম্পাসে আসে নি , চিফ ইঞ্জিনিয়ারের পদত্যাগের আল্টিমেটাম দিয়ে কর্মকর্তা এসোসিয়েশন স্মারকলিপি দিয়েছে। ”
এ বিষয়ে বাংলা বিভাগের চেয়ারম্যান বিপ্লব হুমায়ুন কবির বলেন ” বাংলা বিভাগে যথেষ্ট স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সজাগ থেকেছি আমরা। রুমে ঢোকার আগে স্যানিটাইজার ব্যবহার করতে বলেছি সবাইকে। হ্যান্ড স্যানিটাইজার পরীক্ষার হলে রাখা হয়েছে। আলিম স্যার হয়তো বিভাগের বাইরে বিশ্ববিদ্যালয়ের অবস্থা বলে থাকবেন। “
Leave a Reply